ঐচ্ছিক কার্যবলীঃ
Þ জনপথ ও রাজপথের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ;
Þ সরকারি স্থান, উন্মুক্ত জায়গা উদ্যান ও খেলার মাঠ-এর ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ;
Þ সাধারণভাবে গাছ লাগানো ও সংরক্ষণ এবং বিশেষভাবে জনপথ, রাজপথ ও সরকারি জায়গায় গাছ লাগানো ও সংরক্ষণ;
Þ কবরস্থান, শ্মশান ঘাট, জনসাধারণের সভার স্থান ও জনসাধারণের অন্যান্য সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচলনা;
Þ পর্যটকদের থাকার ব্যবস্থা তা সংরক্ষণ;
Þ জনপথ,রাজপথ এবং সরকারি স্থান নিয়ন্ত্রণ ও অনধিকার প্রবেশ রোধকরণ;
Þ ইউনিয়নের পরিচ্ছন্নতার জন্য দায়ী, বন ইত্যাদির তত্ত্বাবধান, স্বাস্থ্যকর ব্যবস্থার উৎকর্ষ সাধন এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ;
Þ গোবর ও রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ;
Þ অপরাধমূলক ও বিপদজ্জনক ও নিয়ন্ত্রণকরণ;
Þ পশু জবাই নিয়ন্ত্রণকরণ;
Þ ইউনিয়নের দালান নিমার্ণ ও পুনঃনিমার্ণ নিয়ন্ত্রণকরণ;
Þ বিপদজ্জনক দালান ও সৌধ নিয়ন্ত্রণকরণ;
Þ কুয়া,পানি তোলার কল, জলাধার, পুকুর এবং পানি সরবরাহের অন্যান্য কাজের ব্যবস্থাকরণ ও সংরক্ষণ;
Þ খাবার পানি উৎস দুষিতকরণ রোধের জন্য ব্যবস্থা গ্রহণ;
Þ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সন্দেহযুক্ত কুপ, পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে গোসল, কাপড় কাঁচা বা পশুর গোসল নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ;
Þ পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধকরণ;
Þ আবাসিক এলাকার মধ্যে চামড়া রং করা বা পাকা করা নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ;
Þ আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্ত্ত উত্তোলণ নিষিদ্ধকরণ;
Þ আবাসিক এলাকার ইট, মাটির পাথর বা অন্যান্য ভাটি নিমার্ণ নিষিদ্ধকরণ বা নিয়ন্ত্রণকরণ;
Þ গৃহপালিত পশু বা অন্যান্য পশু বিক্রয়ের তালিকাভূক্তকরণ;
Þ মেলা ও প্রদর্শনীর আয়োজন;
Þ জনসাধারণের উৎসব পালন;
Þ অগ্নি, বন্যা, শিলাবৃষ্টিসহ ঝড়, ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তৎপরতার ব্যবস্থাকরণ;
Þ বিধবা, এতিম, গরীব ও দুস্থ ব্যক্তিদের সাহায্যকরণ;
Þ খেলাধূলার উন্নতি সাধন;
Þ শিল্প ও সামাজিক উন্নয়ন, সমবায় আন্দোলন ও গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন ও উৎসাহ দান;
Þ বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা গ্রহণ;
Þ পরিবেশের ব্যবস্থাপনার কাজ;
Þ গবাদি পশুর খোয়াড় নিয়ন্ত্রণ ও রক্ষনাবেক্ষণের ব্যবস্থাকরণ;
Þ প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাকরণ;
Þ গ্রন্থগার ও পাঠাগারের ব্যবস্থাকরণ;
Þ ইউনিয়ন পরিষদের মত সদৃশ্য কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সাথে সহযোগীতা;
Þ জেলা প্রশাসকের নিদের্শক্রমে শিক্ষার উন্নয়নে সাহায্যকরণ;
Þ ইউনিয়নের বাসিন্দা বা পরিদর্শনকারীদের নিরাপত্তা, আরাম আয়েস বা সুযোগ-সুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান ব্যবস্থা গ্রহণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস